মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র জনগোষ্ঠীকে সাবলম্বী হিসেবে গড়ে তোলে দারিদ্র দূর করার লক্ষ্যে দেশ ব্যাপী একটি বাড়ী একটি খামার প্রকল্প কর্মসূচীর মাধ্যমে যোগান্তকারী প্রদক্ষেপ গ্রহণ করেছেন। ইতি মধ্যে এ প্রকল্পের মাধ্যমে সমাজের অসহায় দরিদ্র হাজার হাজার নারী পুরুষ তাদের সঞ্চয় গ্রহণের মাধ্যমে পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে উপজেলা বিআরডিবি’র সার্বিক তত্ত্বাবধানে ঋণ নিয়ে আর্তিকভাবে সাবলম্বী হয়ে স্বচ্ছভাবে জীবন যাপন করছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে গ্রহণ করা একটি বাড়ী একটি খামার প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়ীকে এক একটি খামারে পরিণত করে দরিদ্র মানুষ যাতে করে স্বচ্ছভাবে জীবন যাপন করতে পারেন তার জন্য এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি সুবিধাভোগীদের যথা সময়ে সঞ্চয় জমা দিয়ে সময় মতো ঋণ পরিশোধ করে এ প্রকল্পের মাধ্যমে ঋণ নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের আহব্বান জানিয়েছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS