শিরোনাম
সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার আবেদন শুরু।
বিস্তারিত
বয়স্ক ভাতা পাওয়ার যোগ্যতা ও শর্তাবলী ২০২৩
- বাংলাদেশের নাগরিক হতে হবে।
- অনলাইন জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।
- আবেদনকারীর বয়স কমপক্ষে পুরুষের ক্ষেত্রে ৬৫ বছর এবং নারীর ক্ষেত্রে ৬২ বছর হতে হবে।
- ১০ হাজার টাকার কম বার্ষিক গড় আয় থাকতে হবে।
যেসকল নাগরিক বয়স্ক ভাতা পাবে না
- যেসকল বাংলাদেশী নাগরিক সরকারি কর্মচারী পেনশন পান
- যেসকল নাগরিক ভিজিডি কার্ড ধারী রয়েছেন
- যেসকল নাগরিক অন্যান্য আর্থিক অনুদান পান
- সরকারি বা অন্য কোন সংস্থা থেকে যারা অনুদান বা ভাতা পেয়ে থাকেন
কত বছর হলে বয়স্ক ভাতার জন্য আবেদন করা যাবে
বয়স্ক ভাতার অনলাইনে অথবা অফলাইনে আবেদন করার জন্য পুরুষের ক্ষেত্রে বয়স ৬৫ বছরের উর্দ্ধে এবং মহিলার ক্ষেত্রে বয়স ৬২ বছরের উর্দ্ধে হতে হবে। যাদের বয়স ৬৫ (পুরুষ) বছরের উপরে, এবং নারীদের বয়স ৬২ বছরের উপরে তারা এই বয়স্ক ভাতা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
আরো পড়তে পারেন:
বয়স্ক ভাতা কত টাকা 2023
বয়স্ক ভাতা জনপ্রতি ৫০০ টাকা হারে প্রতি মাসে প্রদান করা হয়। তবে এ ভাতা আরও বাড়তে পারে কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম উর্দ্ধগতি তাই। তবে সরকার কর্তৃক এই ৫০০ টাকা কম নয়, অন্ততপক্ষে বৃদ্ধ ব্যক্তির তাঁর চিকিৎসায় কিছুটা হলেও সাহায্য পাচ্ছেন।
বয়স্ক ভাতা অনলাইন আবেদন প্রক্রিয়া ২০২৩
সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতা আবেদন করতে যেকোন কম্পিউটার অথবা মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন। যারা ইতিমধ্যেই বয়স্ক ভাতা প্রাপ্ত হয়েছেন তাদের আর নতুন করে আবেদন করার কোন প্রয়োজন নেই। তো চলুন নিচের ধাপ গুলো ফলো নতুন বয়স্ক ভাতার জন্য আবেদন করি:
- প্রথমে www.mis.bhata.gov.bd/onlineapplication প্রবেশ করুন।
- বয়স্ক ভাতা হিসাবে ভাতা প্রোগ্রাম সিলেক্ট করুন।
- এবার ওয়েবসাইট থেকে নতুন পেজ অ্যাপ্লিকেশন ফরম আপনার সামনে আসবে।
- আপনার পরিচয় যাচাই করতে আপনার NID এবং জন্ম তারিখ লিখতে হবে।
- এবার বৃদ্ধ ব্যক্তিদের প্রোগ্রাম অনুযায়ী বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।
- সকল প্রয়োজনীয় তথ্য লিখুন যেমন নাম, শিক্ষার অবস্থা, পেশা, বৈবাহিক অবস্থা, পরিবারের সদস্য, কাজের ক্ষমতা ইত্যাদি।
- বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিতে হবে।
- চুক্তি নম্বর এবং ইমেল লিখুন তারপর সংরক্ষণ করুন বাটনে ক্লিক করুন।