২০১৭-২০১৮ অর্থ বছরের কাবিটা উন্নয়ন প্রথম পর্যায়।
১। দেওবাড়িয়া চক বাজার হতে ঈদ্গাহ কবরস্থান পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ।
২০১৭-২০১৮ অর্থ বছরের কাবিটা উন্নয়ন ২য় পর্যায়।
১। শাখাইতি হাজী নুর উদ্দিন মোল্লার বাড়ী হতে মুছা মিয়ার বাড়ী পর্যিন্ত রাস্তা মেরামত ।
২।বিটঘর পশ্চিম পাড়া শওকত আলীর বাড়ীর পার্শ্ব হতে দক্ষিন দিকে বাচ্চু মোল্লার বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।
৩। বেড়তলা উত্তর পাড়া খুরশিদ মিয়ার বাড়ী হতে আরিফ মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।
২০১৭-২০১৮ অর্থ বছরের কাবিটা সোলার প্রথম পর্যায়।
১। নাইলা চক বাজারে স্ট্রীট লাইট।
২। দেওবাড়িয়া ঈদগাহ কবরস্থানে স্ট্রীট লাইট।
৩। শোলাবাড়ি দঃ পাড়া মানিক মিয়ার পুকুরের নিকট রাস্তায় স্ট্রীট লাইট।
৪। টিঘর সফি মিয়ার বাড়ীতে সোলার প্যানেল স্থাপন ।
৫।শোলাবাড়ি সবুজ মিয়ার বাড়ীতে সোলার প্যানেল স্থাপন।
২০১৭-২০১৮ অর্থ বছরের কাবিটা সোলার ২য় পর্যায়।
১। টিঘর আবু ছায়েদের বাড়ীর নিকট কবরস্থানের পাশে স্ট্রীট লাইট।
২।বিটঘর নিয়াশার বাড়ীর পুকুরের নিকট স্ট্রীট লাইট।
৩। শোলাবাড়ি কবরস্থানের নিকট স্ট্রীট লাইট।
৪। বেড়তলা আলী আহাম্মদ মিয়ার বাড়ীতে সোলার প্যানেল স্থাপন ।
৫। বড়ইবাড়ি শাহী জামে মসজিদে সোলার প্যানেল স্থাপন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস