বর্ষাকালে পানিশ্বরের অনেক যায়গায় পানি উঠে জায়। যার কারনে রাস্তাঘাঠ তলিয়ে যাই । বর্ষাকালে ব্রিজ তলিয়ে যায় ।যার কারনে চলাফেরা করার মতো অবস্তা থাকেনা । পানিশ্বরে আরেকটা জিনিস প্রচুর পরিমানে রয়েছে সেটা হচ্চে ধানের চাতাল। পানিশ্বরের পাশ দিয়ে বয়ে গেছে অনেক নদী। যার ফলে তার তীর গেসে ঘরে ওঠেছে প্রচুর ধানের চাতাল। এটা পানিশ্বরের একটা গৌরভময় ঐতিহ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস